মেহেদী আরিফ
বুঝে পড়ুন
বই পড়ুন, যথাসম্ভব বুঝে বুঝে।
দাগিয়ে পড়ুন
বই দাগিয়ে পড়ুন। (আপনার জন্য বই, বইয়ের জন্য আপনি নন।)
অভিধান
বারবার অভিধানে শব্দ খুঁজবেন না। এই বদ অভ্যাস বই পড়াতে বিঘ্ন ঘটায়। যে শব্দগুলি না দেখলেই নয় সেই শব্দগুলির অর্থই কেবলমাত্র খুঁজুন।
নোট
কিছু গুরুত্বপূর্ণ বিষয় নোট করুন।
লিখুন
সাথে ডায়েরি রাখুন, গুরুত্বপূর্ণ শব্দ, বাক্যাংশ, বাক্য কিংবা লাইনগুলি লিখে রাখুন।
কলম, পেন্সিল
বিভিন্ন রংয়ের কলম, পেন্সিল, মার্কার কিংবা হাইলাইটার ব্যবহার করুন।
বিরতি
কিছুক্ষণ পর পর বিরতি দিয়ে পড়ুন।
দুই-এক দিন বিরতি নিন। চিন্তার সাগরে ডুব দিন।
ভাবুন
যা পড়েছেন তা নিয়ে ভাবুন। ভাবনা আপনাকে সেরা লেখক তৈরি করবে।
আলাপ
বইয়ের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে অন্যের সাথে আলাপ করুন।
শেষ করুন
কোনো বই অনেক মজার কিংবা গুরুত্বপূর্ণ হলে তার কোন ক্ষুদ্র অংশ ফেলে রাখবেন না। কষ্ট হলেও শেষ করেই অন্য কাজ করুন।
রিভিউ লিখুন
সময় করে রিভিউ লিখে ফেলুন। বইয়ের রিভিউ একটা চমৎকার দলিল। কোনো বই দ্বিতীয় বার পড়ার সুযোগ না হলে রিভিউ দেখে তার সার সংক্ষেপ উদ্ধার করা সহজ হবে। আগামী দশ/বিশ বছর পর এটা একটা চমৎকার নোট হতে পারে।
লিখুন
বই পড়ে প্রতিদিন কিছু কিছু লিখুন।
নিয়মিত
প্রতিদিন অল্প হলেও পড়ুন। পড়াকে অভ্যাসে পরিণত করুন।
কখন বই পড়বেন না
মন যখন ভীষণ খারাপ থাকে, তখন বই পড়বেন না। মাথায় যখন কিছু ঢুকবে না, তখন বই পড়বেন না।