ডা. ফাতিমা খান
তোমার ৪৭ বছরের প্রৌঢ়ত্বের অবয়বে আমরা এক থুড়থুড়ে, অসহায় বৃদ্ধাকে দেখি।
কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিল?
তোমার ষোল কোটি সন্তানের অনেক আশা অনেক ভালবাসার আধার তুমি।
লাল সবুজ পতাকাটা তোমার জন্য ছিনিয়ে আনতে তোমার সবুজ আচল বুকের টকটকে লাল রক্তে রাঙিয়ে দিয়েছিল তোমার সন্তানরা, দু’বার ভাবেনি!
শুধু এক বুক আশা আর দুচোখ ভরা স্বপ্ন ছিল,
তুমি স্বাধীন হবে!
আর একটি ফুলও ঝরবে না!
রোদ ঝলমলে আকাশের নিচে সবুজ মাঠে ছুটে বেড়াবে প্রফুল্ল শিশু কিশোরের দল,
হাড্ডিসার অনাথ শিশুটা থালা হাতে দ্বারেদ্বারে ফিরবে না।
আর একটি মা ও হারাবে না তার নাড়িছেঁড়া ধন!
দুস্বপ্নে ভরা নিকষ কালো রাতগুলোর কথা ভুলে যাবে ভয়ে জবুথবু হয়ে থাকা নিষ্প্রাণ কুমারীরা!
স্বপ্নিল চোখগুলো বিষন্নতায় আর মুদবে না ।
আসবে আলো, ঘুচে যাবে অন্ধকার!
কিন্তু দেখ!
এতগুলো বছর পরও এই আমরা, তোমার সন্তানেরা স্বাধীনতা খুঁজি।
অনেক পরে হলেও বুঝি,
তোমার এই ছোট্ট অবয়ব আজন্ম পরাধীন ছিল, আজো আছে।
ভাল থেকো প্রিয় দেশ!