বাংলাদেশের অন্যতম মোবাইল ভাস প্রোভাইডর প্রতিষ্ঠান অ্যাডবক্স বাংলাদেশ লি. গত রোজার ঈদ থেকেই তাদের নিজস্ব প্রযোজনায় ২৫টি একক ও মিশ্র গানের অ্যালবাম প্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় আজ (২৭ অক্টোবর) ইউটিউবে প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের এক্সক্লুসিভ মিউজিক ভিডিও ‘একটা গল্প’।
বেলাল খান বলেন, ‘গানটি খুব যত্ন করে তৈরি করেছি। আমার সঙ্গে মেরী ভালো গেয়েছেন। আশা করছি গান এবং এর মিউজিক ভিডিওটি শ্রোতা ও দর্শকদের মন মাতাবে।’
এ্যাডবক্সের সিইও শফিকুল ইসলাম বলেন, ‘আমরা দর্শক-শ্রোতাদের ব্যতিক্রম কিছু মিউজিক ভিডিও উপহার দিতে চাই। এ দেশের মানুষের বাংলা গান শোনা ও দেখার প্রতি আগ্রহ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।’
গানে বেলার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন মেরী। চমৎকার এই গানটির কথা সাজিয়েছেন সোমেশ্বর অলি। ভিডিওতে গায়ক ও গায়িকা নিজেরা অভিনয়ের পাশাপাশি আরো মডেল হিসেবে আছেন এ. কে আজাদ ও নীলাঞ্জনা নীলা। আজাদ ‘চ্যানেল আই: হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান সিজন-টু’২০১৪ সালের বিজয়ী এবং নীলা লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০১৪র সেকেন্ড রানারআপ।