banner

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ইং, ,

পোস্টটি 336 বার পঠিত

 

পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন মরিয়ম

পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মরিয়ম নওয়াজ। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল সোমবার শপথ নেন তিনি। মরিয়ম পাকিস্তান মুসলিম লিগ—নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং আরেক সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাতিজি।

গতকাল প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী নির্বাচনে ২২০ ভোট পেয়ে জয়ী হন পিএমএল-এনের প্রার্থী মরিয়ম। অন্যদিকে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) ভোট বয়কট করায় তাদের প্রার্থী রানা আফতাব আহমেদ কোনো ভোট পাননি। ভোটের ফল জানিয়ে মরিয়মকে বিজয়ী ঘোষণা করেন প্রাদেশিক পরিষদের স্পিকার মালিক আহমেদ খান। পরে তিনি মরিয়মকে পরিষদের নেতার আসনে বসার আহবান জানান।

এ সময় মরিয়ম নওয়াজ বলেন, ‘একজন নারীর মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়া প্রত্যেক মা, বোন ও কন্যার জন্য সম্মানের। আমি প্রার্থনা করি, প্রক্রিয়াটি যেন অব্যাহত থাকে এবং আরো নারীরা যেন পার্লামেন্টের নেতা হিসেবে আমার স্থান নিতে পারেন।’

Facebook Comments