banner

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 929 বার পঠিত

 

নৈঃশব্দ্যের অনুরণন


লুনা লাবিব


হে পুরুষ!
তুমি পরের জন্মে নারী হয়ে জন্মিও।
তোমার শিশুর মতো কোমল মন
ক্ষতবিক্ষত হবে বৃদ্ধ শকুনীর নখে,
তোমার কৈশোর লুটবে শেয়াল কুকুর
ধান ক্ষেতে,বনে বাদাড়ে।

হেটে যাবে ভরা মজলিশে তুমি
কাফনের সাতপাকে মুড়ে,
তবুও শুকরের জিব চাটবে তোমার বাহু,
শরীরের খাঁজ, দোষ রবে
শুধু পোশাক জুড়ে।

হে পুরুষ!
তুমি কতবার ধর্ষিত হলে
বুঝবে কি জ্বালা আছে লুকিয়ে,
নিহত হওয়ার পরও তোমায় নিলামে
হবে তোলা মাংসের দামে।

বেঁচে যদি গেলে, মরবে পদে পদে
বিচার সালিশে, হলুদ বল্লমে,
ময়না তদন্ত হবে চরিত্রের অনুবীক্ষণে
ধর্ষিত হবে কাগজ কলমে।

হে পুরুষ!
একবার জন্মিও তুমি সেই নারীর শরীরে
যার দেহে কীট হয়ে চুষেছো পুঁজ
বিষাক্ত লালা ঝরিয়ে,
তবুও যদি হয় প্রায়শ্চিত্ত ঐ জনমে।

Facebook Comments