banner

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 483 বার পঠিত

 

-নারী-

মাসুদ খাঁন


নারী তুমি গরিব বাবার
জান্নাতের ঐ মণি,
নারী তুমি দুখী মায়ের
কাঁন্নার আবাস ধ্বনি।

নারী তোমার কোলে দেখি
শিশু হেসে খেলে,
নারী তোমার ছেলে দেখো
স্বপ্নের ডানা মেলে।

নারী তুমি মা জননী
বিশাল বটের ছায়া,
নারী তোমার আঁচল মাঝে
খোঁজি আমি মায়া।

নারী তোমার ভালোবাসায়
স্বামী স্বর্গ খোঁজে,
নারী তোমার অধিকার আজ
সেই স্বামীটাই বোঝে।

নারী তোমার ন্যায্য দাবি
ইসলাম ধর্মে বলে,
নারী তোমার সম্মান-ইজ্জত
দেবে কেন জলে।

নারী তোমার স্বর্গ পাওয়া
সহজ তুমি জানো,
ধর্মে তোমায় যা বলেছে
যদি তুমি মানো।

(সকল চেতনাবাদী নারীদের জন্য উপহার)

Facebook Comments