banner

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 1817 বার পঠিত

 

নারী রাইডার নিয়ে এলো ‘ও বোন’

২৮ এপ্রিল শনিবার থেকে দেশের অন্যতম জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ ‘ও ভাই’ এর উদ্দ্যোগে নারী যাত্রীদের জন্য অ্যাপটিতে এবার চালু করা হয়েছে ‘ও বোন’ সেবা। মুলত এমজিএইচ গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান ‘ও ভাই’।

নারীদের জন্য থাকছে আলাদা নারী বাইক রাইডার। ‘ও ভাই’ অ্যাপের অন্তুর্ভুক্ত ‘ও বোন’ অপশনে গিয়ে শুধুমাত্র নারীরাই এ রাইড শেয়ারিং সেবা গ্রহণ করতে পারবে।

ইতিমধ্যে নিবন্ধিত বেশ কিছু নারী রাইডারসহ আরও ৫০ জন নারী রাইডারকে এ সেবাদানের জন্য প্রস্তুত করা হয়েছে।

এছাড়াও, অপেশাদার নারীদের জন্য ‘ও ভাই’ তাদের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে।

ঢাকার নারীদের সড়কপথে সর্বোচ্চ নিরাপত্তা ও সাচ্ছন্দ্য চলাচলের জন্য ‘ও ভাই’ এ সেবা নিয়ে এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালাচ্ছে।

‘ও ভাই’ প্রাথমিক প্রশিক্ষণের মাধ্যমে নারী রাইডারদের নিরাপত্তা নিশ্চিত করছে। এই অ্যাপে একটি ‘ইন-অ্যাপ’ এসওএস ফিচার রয়েছে যার মাধ্যমে নারীরা যেকোন সময় ‘ও ভাই’ মূল সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

সুতরাং নারীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবার লক্ষ্যে বিশেষ সেবার প্ল্যাটফর্মটির `ও ভাই` প্রতিষ্ঠানের ৫০ জন্য নারী রাইডার বিশেষ সহযোগিতাপূর্ণ হবে বলে সাধারণরা মনে করেন।

Facebook Comments