banner

বুধবার, ২৮ মে ২০২৫ ইং, ,

পোস্টটি 54 বার পঠিত

 

নারীবিষয়ক কমিশন বাতিলের দাবিতে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও সুপারিশ বাতিলের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন একদল নারী শিক্ষার্থী। ২২মে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্বরূপ ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল:
“নারী-পুরুষ বাইনারি, এই শর্তেই দেশ গড়ি”,
“যৌনকর্মী স্বীকৃতিদান, মায়ের জাতির অপমান”,
“সমতার নামে নারীর বিকৃতি চলবে না”,
“সে নো টু এলজিবিটি অ্যাজেন্ডা” প্রভৃতি।

শিক্ষার্থী জান্নাতুল সুমাইয়া সাফি বলেন, কমিশনের প্রস্তাবনার অধিকাংশ ইসলাম ধর্ম ও জাতিসত্তার সঙ্গে সাংঘর্ষিক। স্বামী-স্ত্রীর সম্পর্ককে ‘বৈবাহিক ধর্ষণ’ হিসেবে চিহ্নিত করার প্রস্তাব দাম্পত্য অস্থিরতা বাড়াবে। পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে যৌনকর্মীদের মর্যাদা দেওয়ার প্রস্তাব সামাজিক ও নৈতিক অবক্ষয়ের পথ প্রশস্ত করবে বলেও তিনি মন্তব্য করেন।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আদিবা সালেহা ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’কে সমালোচনা করে বলেন, এতে দেশের নারীদের প্রকৃত প্রতিনিধিত্ব নেই। উচ্ছৃঙ্খল আচরণ ও অশালীন পোশাকের মাধ্যমে নারীত্বকে অপমান করা হয়েছে এবং ধর্মীয় শিষ্টাচারকে ‘উগ্রবাদ’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ট্রান্সজেন্ডার ধারণা মানব কল্যাণ নয়, বরং চিকিৎসার প্রয়োজন এমন বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ।

শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরেন:
১. নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ ও প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহার,
২. ধর্ম, সংস্কৃতি ও জনমতকে গুরুত্ব দিয়ে নতুন কমিশন গঠন,
৩. পতিতাবৃত্তি নির্মূল ও নারীদের হালাল উপায়ে পুনর্বাসনের ব্যবস্থা,
৪. সংবিধানসম্মতভাবে ধর্মীয় বিধানসমূহ রক্ষা করে নারী উন্নয়নের ভারসাম্যপূর্ণ রূপরেখা প্রণয়ন।

Facebook Comments