নারী সংবাদ
সুনামগঞ্জের ধর্মপাশায় নারীদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাইফুল মহেশপুর গ্রামের সোনা মিয়া তালুকদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে শনিবার সকাল ৭টার দিকে সাইফুল ইসলামের স্ত্রী তাসলিমা বেগমের সঙ্গে প্রতিবেশী মিষ্টার মিয়ার স্ত্রী রোজিনা আক্তারের ঝগড়া হয়। এরই জেরে সাইফুল ও মিষ্টার মিয়ার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাইফুল অচেতন হয়ে মাটিতে লুটে পড়েন। স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে জয়শ্রী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে ওই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।। সুত্র:সমকাল।