banner

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 1128 বার পঠিত

 

নারীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি

মহিলা উদ্যোক্তা তৈরিতে বিসিকের প্রশিক্ষণ

দেশের শিক্ষিত বেকার মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের আয়োজন করেছে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)।

২৮ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১ জানুয়ারি পর্যন্ত। আবেদনের যোগ্যতা এসএসসি পাস। কোর্স ফি ৫০০ টাকা। শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে কোর্সটি সহায়ক হবে। কোর্স শেষে বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ থেকে ঋণ পাওয়ার বিষয়ে সহায়তা করা হবে। আবেদনের শেষ সময় ২৮ ডিসেম্বর, ২০১৪ সকাল ১০টা।

যোগাযোগ : স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।

ফোন : ০১৯১৫১৬৭০২৪.

বেসিক ওয়েব ডিজাইনের উপর ১মাস ব্যাপি ফ্রি প্রশিক্ষণ 

8973_755643557848467_4106716444139039084_n

‘জাগো হে নারী জাগো’ এই শ্লোগান নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে ১মাস ব্যাপি নারীদের জন্য বেসিক ওয়েব ডিজাইনের উপর ফ্রি প্রশিক্ষণ কর্মশালা। যার আয়োজক হচ্ছে, ওয়েবকোড ইনস্টিটিউট।

ভাষার মাসে শেখাবো ওয়েব ডিজাইনের ভাষা।
স্বাধীনতার মাসে শুরু হোক স্বাধীনভাবে নারীর পথচলা…

নারীদের জন্য ওয়েব কোড নিয়ে এলো ১ মাসব্যাপী বেসিক ওয়েব ডিজাইন শেখার ফ্রি প্রশিক্ষণ কর্মশালা। ৩০ জন নারী পাবেন এই প্রশিক্ষণে অংশগ্রহনের সুবর্ণ সুযোগ।

কে হতে চান সেই ৩০ জনের একজন??

প্রশিক্ষণ পরিচালনা করবেন গল্পে গল্পে কোডিং শিখি গ্রুপের শিউলী ইয়াসিন এবং সাদিয়া আহমেদ মনিকা।

বি:দ্র : সবার কাছে অনুরোধ আপনাদের পরিচিত যেসকল নারীর পক্ষে বেসিক ওয়েব ডিজাইন শেখা সম্ভব মনে করেন তাদেরকে জানার সুযোগ করে দিবেন।

হতে চাইলে ৩০ জনের একজন……
আজই রেজিষ্ট্রেশন করুন। রেজিষ্ট্রেশন লিংক : https://docs.google.com/forms/d/1aolfDlKpycL9tBp5q3Xe986I19LLks2oKF24QCgu2Nk/viewform

প্রশিক্ষণের বিস্তারিতঃ
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ : ১৫ জানুয়ারী-২০১৪
প্রশিক্ষণ শুরু : ১লা ফেব্রুয়ারী- ২০১৫
সময়ঃ সকাল : পরবর্তীতে জানানো হবে।
আসন সংখ্যাঃ ৩০টি

প্রশিক্ষণের স্থান :

ওয়েবকোড ইনস্টিটিউট
রুম – ০২ (১৩ তলা)
সাহেরা ট্রপিক্যাল সেন্টার,
২১৮, নিউ এলিফ্যান্ট রোড (বাটা সিগন্যাল)
ঢাকা – ১২০৫

প্রয়োজনে : ০১৬৭৮-১৭০-৫৯৩। 

Facebook Comments