banner

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 520 বার পঠিত

 

নারী

রুবি


বড় আশা নিয়ে এসেছিলাম মাগো,
আজ আমায় অপয়া বলে তোমরা ডাকো।
বাবার সংসারে বোঝা আমি,
পুত্র সন্তান হলে বেশি দামি।
যতই থাকুক আমার গুন
পান থেকে একটু খসলেই চুন,
হয়ে যায় আমি কলঙ্কিনী,
বড় আশা নিয়ে এসেছিলাম মাগো,
আজ আমায় অবলা বলে তোমরা ডাকো।
লেখাপড়ায় বিদ্বান হলেও বলে না কেউ বিদুষী
ঘরের কাজ কেমন জানি, রান্নায় কত পটু আমি,
সেই প্রশ্নে হেরে গেলে হয়ে যাই দোষী,
গৃহ ছেড়ে কর্মে গেলে হয়ে যায় নির্লজ্জ,
পুরুষের পাশে একজন নারী বেমান-নিকৃষ্ট।
স্নেহ -মমতা কে দিয়েছে নারীর চেয়ে বেশি?
যুগে যুগে নারীর ত্যাগ হয়েছো তোমরা ঋষি।
আজ বস্ত্র হরণ করে বস্তুর মত দুমড়ে মুচড়ে ফেলো আমায়,
তবুও নও তোমরা দোষী,
চরিত্রহীনা আমি হারিয়ে সম্ভ্রম
সকলের উপরে আমিই বড় পাপী।
আমায় তোমরা মা বলে ডাকো,
তবুও আমার বুকের রক্ত দিয়ে রঙ তোমরা মাখো।
বড় আশা নিয়ে এসেছিলাম মাগো,
বেশি কিছু না একটু সন্মান ভাবি পাবো।
আর কিছু নাই বা পেলাম,
বাঁচতে শুধু দিও।
নারী আমি,বস্তু নয় এতটুকু জেনে নিও।

Facebook Comments