banner

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 113 বার পঠিত

নাটোরে নারী পুলিশকে পেটানোর দায়ে পুরুষ পুলিশ আটক

অপরজিতাবিডি ডটকম,নাটোর: জেলার সদর থানায় কর্মরত এক নারী পুলিশ সদস্যকে পেটানোর দায়ে অপর এক পুরুষ পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে।

থানার ওসি আসলাম উদ্দিন জানান, মারপিটের কারণ উদ্ঘাটনের জন্য আটক পুরুষ পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ চলছে। পারিবারিক ভুল বোঝাবুঝির কারণে এ মারপিটের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর থানায় কর্মরত নারী পুলিশ সদস্য সাবিনা (২৮) (কনস্টেবল নম্বর ৬৫৮)-কে রাজশাহীতে কর্মরত পুরুষ পুলিশ কনস্টেবল নাসির উদ্দিন গতকাল দুপুরে মারপিট করে।

আহত অবস্থায় নারী পুলিশ সদস্য সাবিনাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় তাকে সরিয়ে নেয়া হয়। এ সময় খবর পেয়ে তার অভিযোগের ভিত্তিতে নাটোর থানা পুলিশ তাৎক্ষণিক পুরুষ পুলিশ কনস্টেবল নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে।

পুরুষ পুলিশ কনস্টেবল নাসির বলেছেন, মহিলা পুলিশ কনস্টেবল সাবিনা তার বিবাহিতা স্ত্রী। এ ঘটনায় নাটোরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৭ফেব্রুয়ারি০৯১২ঘন্টা২০১৪/এ

Facebook Comments