banner

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 788 বার পঠিত

 

নতুন ট্রেন্ড এখন পোর্ট্রেট মেহেদি!

এই উপমহাদেশে বিয়ের ক্ষেত্রে মেহেদি অনেক জনপ্রিয় একটি প্রথা। বিয়ের আগে মেহেদি তাই অবশ্যই চাই। যদিও মেহেদী একটি অবাঙালি রীতি। তবে এখন ব্যাপারটা বদলে গেছে। বাঙালি-অবাঙালি নির্বিশেষে চারদিকে মেহেদি পরার খুব ধুম। দু’হাতে ও পায়ে মেহেদিতে ফুটে ওঠে নানা ডিজাইন ও কারুকার্য। মেহোদর বিভিন্ন ডিজাইন রয়েছে। তবে পোর্ট্রেট মেহেন্দি এখন নতুন ফ্যাশন। এখন হাতে আর শুধুমাত্র হবু বরের নামই নয়, ছবিও ফুটে উঠবে।

আপনিও চাইলে মনের মানুষটি ছবি নিজের হাতে ফুটিয়ে তুলতে পারেন।

কেনো পোর্ট্রেট মেহেদি 

১) অসাধারণ সুন্দর দেখায়। হাতের সৌন্দর্যটাই দ্বিগুণ বেড়ে যায় পোর্ট্রেট মেহেদিতে।

২) মেহোদর এই কারুকার্য খুব নিখুঁত। এনে দেয় বিশেষ আকর্ষণ।

৩) জীবনসঙ্গীর নাম বা তাঁর ছবি অনেকেই ট্যাটু করিয়ে থাকেন। তবে সে বড্ড যন্ত্রণার ব্যাপার। পোর্ট্রেট মেহোদর মনের সেই ইচ্ছা বিনা জ্বালা যন্ত্রণায় পূর্ণ হবে এই পোর্ট্রেট মেহোদ স্টাইলে।

৪) মনের মানুষটি সবসময় মনে তো থাকেই। তার উপর যদি হাতের মুঠোয় সেই মানুষটার প্রতিচ্ছবি ফুটে ওঠে, তবে তো সোনায় সোহাগা!

তাই আর দেরি কেন! মেয়েরা তো এমনিতেই বিভিন্ন ডিজাইনের মেহেদি দিয়ে হাত পা সাজান। এবার তাহলে শুরু হোক নতুন একটি ট্রেন্ড। যেখানে মনের মানুষের ছবিও শোভা পাবে হাতে।

সূত্র: ইনাদুইন্ডিয়া

Facebook Comments