banner

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 633 বার পঠিত

 

দীর্ঘশ্বাসই থা‌কে

হাবীবাহ্ নাসরীন


ভল্টে থা‌কেনা স্বর্ণ এবং
চুমুরা থা‌কে না ঠো‌টে,

চুলায় মে‌লে না গ্যা‌সের দেখা দীর্ঘশ্বাসই থা‌কে

‌ভোটার থা‌কে না ভো‌টে!

খ‌নি‌তে থা‌কে না কয়লা, য‌দিও
ময়লা র‌য়ে‌ছে ম‌নে,
মা‌ছেরা থা‌কে না নদী‌তে এবং
গা‌ছেরা থা‌কে না ব‌নে!

ডাক্তার থা‌কে না হাসপাতালে
রাস্তা থা‌কে না খা‌লি,
রডগু‌লো সব বাঁশ হ‌য়ে যায়
‌সিমেন্ট‌ও হয় বা‌লি!

‌খোকন থা‌কে না মা‌য়ের কো‌লে‌তে
আসামী থা‌কে না জে‌লে,
ছা‌ত্রের হা‌তে কলম থা‌কে না-
হাতু‌ড়ির দেখা মে‌লে!

গ‌রি‌বের মধু জমা হয় গি‌য়ে
‌লোভী‌দের মৌচাকে
না থাকার ভি‌ড়ে শুধু বুক চি‌ড়ে
দীর্ঘশ্বাসই থা‌কে!

হাবীবাহ্ নাসরীন
সাংবাদিক :জাগো ২৪।

Facebook Comments