banner

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 765 বার পঠিত

 

দাম্পত্য জীবনে সুখে থাকার সাত মন্ত্র

অপরাজিতা ডেস্ক: দিন বদলের সঙ্গে পরিবর্তন হচ্ছে মানুষের ধ্যান ধারনার। বদলাচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ। দাম্পত্য জীবনে সুখে থাকার অনেক মূল মন্ত্র রয়েছে। তার মধ্যে অন্যতম হলো একজন আরেকজনকে বোঝা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জেনে নিন বিবাহিত যুগলের জন্য সুখী হওয়ার তেমনি ৭ টি মন্ত্র :

 

১. আকর্ষণ বজায় রাখুন : বিবাহিত জীবন যতদিনের হোকনা কেন একে অপরের প্রতি আকর্ষণ বজায় রাখুন। সাধারণ কিছু ভালোবাসা আর আবেগে জড়িয়ে রাখুন নিজেদের। নতুনত্বের প্রয়োজন নেই, রোমান্টিক মুহূর্ত তৈরি করুন আর উপভোগ করুন।

 

২. ঝগড়া নয় কখনও : বিবাহিত যুগলের মধ্যে ঝগড়া হওয়া নতুন কোনো ব্যাপার নয়। ঝগড়া কিন্তু বড় কোনো বিষয় নিয়ে হয় না। কিন্তু মাঝে মাঝে এই সামান্য ব্যাপারে বেঁধে যাওয়া ঝগড়া মারাত্মক আকার ধারণ করে থাকে।

 

আশ্চর্যের বিষয় হলো, একটু বুদ্ধি খাটিয়ে চললেই এই সব সামান্য ব্যাপারের বড় ঝগড়া খুব সহজে এড়িয়ে যাওয়া সম্ভব। এইসব ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করার চাইতে এই বিষয়গুলো এড়িয়ে গিয়ে হাসি ঠাট্টার ছলে সমাধান করে ফেলাই উত্তম।

 

৩. নিজেদের মতো করে সময় কাটান : প্রতিটি মানুষের নিজস্ব একটি দুনিয়া থাকে। একে অপরকে যতই ভালবাসুন না কেন, উভয়েরই একটু বিরতির প্রয়োজন আছে। এটি বিশ্বাসঘাতকতা নয়, শুধু নিজেদেরই কিছু সময় দেওয়া। বেশিরভাগ দম্পতিদের মতে এতে করে তাদের সম্পর্ক আরও ভালো হয়েছে।

 

৪. পারস্পরিক শখ : স্বামী-স্ত্রী দুজনের শখ যে একই হবে তা কিন্তু নয়। আলাদা শখ বা পছন্দগুলো প্রকাশ করুন একে অপরের কাছে। এতে করে একে অপরকে জানার আকর্ষণ আরও বাড়বে।

 

৫. ভবিষ্যতের কথা : দাম্পত্য জীবনে সব চাইতে বড় বিষয় হচ্ছে ভবিষ্যতের ভাবনা ভাবা। ভবিষ্যতের কোনো পরিকল্পনা দুজনে একসঙ্গে তৈরি করা। এতে করে সম্পর্কে গভীরতা বাড়ে এবং দাম্পত্য জীবনে একজন অপরজনের গুরুত্ব বুঝতে পারেন। এতে সুখি হন দম্পতিরা।

 

৬. একসঙ্গে ঘুমানো : স্বামী-স্ত্রীকে একই বিছানায় ঘুমাতেই হবে এমন কোন কথা নেই। সবার আরাম একই রকমে হয় না তাই প্রয়োজনে আলাদা ঘুমানোকে বড় ব্যাপার করে না দেখে সুবিধার কথা ভাবুন।

 

৭. সত্য এড়ানো : সত্য এড়ানো মানে মিথ্যা বলা নয়। সততা বজায় রাখুন, তার মানে এই নয় স্বামী/স্ত্রী কে দেখতে খারাপ লাগলে মুখের উপর তা বলা। সত্য বলুন কিন্তু তা যেন অপরের খারাপ না লাগে।

বিষয় গুলো খুব সাধারন হলেও, যেসকল দম্পতির মধ্যে এরূপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের দাম্পত্য জীবন সুখের হয়ে থাকে।

 

অপরাজিতাবিডি ডটকম/আরএ/এ/২০১৪ই.

Facebook Comments