banner

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 612 বার পঠিত

দই ইলিশ

http://admin.newspage24.com/upload_pic/2014/January/resize_1390452447.jpg

 

অপরাজিতাবিডি ডটকম : ইলিশের নামে লোভ হয় না এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। বিশেষ করে পদ্মার তৈলাক্ত ইলিশ মানেই যেন অমৃত। ভাজা,ভুনা,ঝোল কিংবা সরষে ইলিশ তো অনেক খাওয়া হলো। এখন হয়ে যাক ভিন্নধর্মী একটি খাবার “দই ইলিশ”! ভাতের পাতে এক টুকরো দই ইলিশ মানেই দারুণ একটা ভুঁড়িভোজ নিঃসন্দেহে। মুখে দিলে গলে যাবে মাখনের মতন,স্বাদ জিভে লেগে থাকবে অনেকক্ষণ।

আসুন জেনে নেই দারুণ রেসিপিটি।

https://lh4.googleusercontent.com/-9_rKUt82KOE/UjacNLVubCI/AAAAAAAACYU/Sq_5gSYd0FQ/w880-h495-no/P1210106.JPG

উপকরণ :
ইলিশ ১টা, (এক কেজি ওজনের)
সয়াবিন তেল হাফ কাপ,
পেঁয়াজ বাটা হাফ কাপ,
পেঁয়াজ কুঁচি হাফ কাপ,
হলুদ গুঁড়ো ১ চা চামচ,
মরিচ গুঁড়ো ১ চা চামচ (না দিলেই হবে)
ধনে গুঁড়ো ২ চা চামচ,
ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ,
আদা বাটা হাফ চা চামচ,
লবণ পরিমাণ মত।
টক বা মিষ্টি দই হাফ কাপ
কাঁচা মরিচ- স্বাদমত

https://lh4.googleusercontent.com/-9_rKUt82KOE/UjacNLVubCI/AAAAAAAACYU/Sq_5gSYd0FQ/w880-h495-no/P1210106.JPG

প্রণালী :
• -ইলিশ মাছের বড় টুকরা করে নিতে হবে।
• -কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ একটু ভেজে জিরা ও দই বাদে বাকি সব মসলা দিয়ে কষিয়ে নিন।
• -অল্প পানি দিয়ে দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে ১ কাপ পানি ও লবণ দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করতে হবে।
• – দই ভালো করে রান্না হয়ে তেলের উপরে উঠে এলে মাছের টুকরাগুলো বিছিয়ে দিন। চাইলে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন।
• -মাঝখানে ঢাকনা খুলে মাছ উল্টিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে নিন। টক দই হলে সামান্য চিনি দিন। মৃদু আঁচে রেখে ভুনা করে চুলা থেকে নামান।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

Facebook Comments