banner

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 198 বার পঠিত

 

থাইল্যান্ডের হাসপাতালে সুজানা

অবসর পেলেই সুজানা জাফর দেশের বাইরে ঘুরতে যান। এবারও তিনি দেশের বাইরেই আছেন, তবে ঘুরতে নয়। থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। নিজের চেকআপ করাচ্ছেন। এখনো চেকআপের রিপোর্ট আসেনি।

এনটিভি অনলাইনকে সুজানা বলেন, ‘এখনো চিকিৎসকরা কিছু বলেননি। আশা করছি, সিরিয়াস কিছু ঘটবে না। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার ভালোবাসা নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে চাই।’

সুজানা আরো যোগ করেন, ‘এ মুহূর্তে আমার আব্বুকে খুব মিস করছি। আব্বু না-ফেরার দেশে চলে না গেলে হয়তো তিনি আমার এখন পাশে থাকতেন।’

এদিকে, চিকিৎসা শেষে ২২ মার্চ ঢাকায় ফিরবেন বলে জানান সুজানা।

Facebook Comments