banner

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ইং, ,

পোস্টটি 492 বার পঠিত

তালেবানের সঙ্গে দর কষাকষি করা নারী কর্মকর্তার ওপর জঙ্গি হামলা

তালেবানের সঙ্গে দর কষাকষি করা সরকারের এক নারী কর্মকর্তার ওপর জঙ্গি হামলা হয়েছে। বন্দুকধারী জঙ্গিরা শুক্রবার রাতে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে আহত হলেও বেঁচে গেছেন তিনি। এ খবর দিয়েছে সাউথ এশিয়ান মনিটর।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারীর নাম ফাউজিয়া কুফি। ৪৫ বছর বয়স্ক এই নারী একজন সাবেক এমপি ও বিখ্যাত মানবাধিকার কর্মী। গত শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী পারওয়ান প্রদেশ থেকে যখন কাবুলে ফিরছিলেন তখন রাজধানীর কাছে একটি বাজার এলাকায় ঘাপটি মেরে থাকা জঙ্গিরা তার গাড়ির উপর হামলা করে। তবে তারা তালেবান সদস্য কিনা নিশ্চিত হওয়া যায়নি।

তালেবানের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের রাজনৈতিক নিস্পত্তির জন্য গঠিত ২১ সদস্য বিশিষ্ট জাতীয় টিমের প্রধান মোহাম্মদ মাসুম স্তানেকজাই।

তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন। এতে তিনি বলেন, কুফি সামান্য আহত হয়েছেন তবে তিনি ভালই আছেন। কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই ঘটনাকে কাপুরুষের কাজ বলে অভিহিত করেছেন।

Facebook Comments