banner

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 876 বার পঠিত

 

জীবন


কাব্যানুবাদ: আব্দুল্লাহ মাহমুদ নজীব


কারো ভাঙা বুকে যদি দিতে পারি গাঢ় মমতার ছোঁয়া
সার্থক হবে জীবন আমার, বৃথাই যাবে না খোয়া।
বিপন্ন কোন জীবনকে যদি স্বপ্ন দেখাতে পারি,
ব্যথাতুর মনে যদি হতে পারি প্রশান্তি-সঞ্চারী;
মূর্ছিত যেই দোয়েলটা চায় ফিরতে আপন নীড়ে
আমার হাতেই সে যদি আবার সুখনীড় পায় ফিরে-
সার্থক হবে বেঁচে থাকা এই অর্থহীনের ভীড়ে।

Facebook Comments