banner

সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ইং, ,

পোস্টটি 20 বার পঠিত

 

নাজমুন নাহার: বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী পরিব্রাজক

 

নাজমুন নাহার, বাংলাদেশের গর্ব, বিশ্বজয়ী পরিব্রাজক হিসেবে ১৭৮টি দেশ ভ্রমণ করে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে এই অনন্য অর্জন গড়েছেন। সর্বশেষ ১৭৮তম দেশ হিসেবে তিনি ভ্রমণ করেছেন পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনির উপ-প্রধানমন্ত্রী জন রোসো তাঁর এই দৃষ্টান্তমূলক রেকর্ডকে সম্মান জানান। এর আগে তিনি ১৭৭তম দেশ সলোমন দ্বীপপুঞ্জ ভ্রমণ করেন, যেখানে তাঁর সংগ্রাম ও সাফল্য নিয়ে তাভুলি নিউজে একটি বিশেষ ফিচার প্রকাশিত হয়।

নাজমুন নাহারের এই অনন্য অভিযাত্রা শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের জন্য একটি গৌরবময় অধ্যায়। তাঁর প্রতিটি যাত্রায় তিনি বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে গেছেন এবং বিশ্বের বিভিন্ন স্থানে তুলে ধরেছেন বাংলাদেশের পরিচয়। দেশে ফিরে তিনি ১২ ডিসেম্বর “প্রাইড অব বাংলাদেশ” সম্মাননায় ভূষিত হন।

নাজমুন তাঁর ভ্রমণকে শুধু নিজের ইচ্ছা পূরণের জন্য সীমাবদ্ধ রাখেননি। তিনি বিশ্বজুড়ে শান্তি, ঐক্য এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিয়েছেন। ওশেনিয়ার ফিজি, টোঙ্গা, ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ এবং পাপুয়া নিউগিনি ভ্রমণের সময় তিনি সামুদ্রিক দেশগুলোর প্রাকৃতিক সৌন্দর্য আবিষ্কার করেছেন এবং বিশ্বজুড়ে পরিবেশ সংরক্ষণের আহ্বান জানিয়েছেন।

বিশ্বভ্রমণে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে নাজমুনকে। বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি ছিলেন তাঁর স্বপ্ন পূরণে দৃঢ়।
২০০০ সালে ভারতের ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তাঁর ভ্রমণের সূচনা হয়। এরপর ২০১৮ সালে জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তে ভিক্টোরিয়া জলপ্রপাতে ১০০তম দেশ ভ্রমণের মাইলফলক অর্জন করেন। ২০২১ সালে তিনি সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে ভ্রমণ করে ১৫০টি দেশের যাত্রা সম্পন্ন করেন এবং ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ১৭৫টি দেশ ভ্রমণের আরেকটি মাইলফলক সৃষ্টি করেন।

লক্ষ্মীপুরে জন্মগ্রহণ কারী এই ভ্রমণ পিপাসুর অনুপ্রেরণা ছিল তাঁর দাদা আহমদ উল্লাহ, যিনি নিজেও আরব অঞ্চলে ১৪টি দেশ ভ্রমণ করেছিলেন। ছোটবেলা থেকে সাহস, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তি তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তিনি সুইডেনে উচ্চশিক্ষা লাভ করার পাশাপাশি প্রস্তুতি নেন বিশ্বজয়ের।

বিশ্বের বিভিন্ন দেশের সরকার, গণমাধ্যম, এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা নাজমুন নাহারকে সংবর্ধনা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে তিনি পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ডসহ প্রায় ৫৫টি পুরস্কার পেয়েছেন। পৃথিবীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তিনি মোটিভেশনাল বক্তা হিসেবে অংশগ্রহণ করে তরুণ প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং সেগুলো পূরণ করতে উৎসাহিত করেছেন।

নাজমুন নাহার কেবল একজন পরিব্রাজক নন; তিনি একটি অনুপ্রেরণার নাম। তাঁর গল্প শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে নারীদের জন্য একটি উদাহরণ। বেগম রোকেয়া বা প্রীতিলতার মতোই তিনি প্রজন্ম থেকে প্রজন্মে আলোর পথ দেখাবেন।একজন নাজমুন নাহার সত্যিই আমাদের লাল-সবুজের পতাকাবাহী তারকা এবং গর্ব।

#NazmunNahar #WorldTraveller #BangladeshiPride #178Countries #GlobalExplorer #FlagBearer #Inspiration #WomenEmpowerment #PeaceAdvocate #EnvironmentalAwareness
#নাজমুননাহার #বিশ্বপরিব্রাজক #বাংলাদেশেরগর্ব #১৭৮দেশ #লালসবুজেরপতাকাবাহী #নারীরপ্রেরণা #শান্তিরদূত #পরিবেশসংরক্ষণ
Facebook Comments