অপরজিতাবিডি ডটকম, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন ছাত্রীকে ধারালো অস্ত্র দেখিয়ে চারটি মোবাইল ফোন, একটি ডিজিটাল ক্যামেরা, দুটি পেনড্রাইভ ও ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
ওই সময় ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে এক ছাত্রী তিনটি দাঁত হারিয়েছে। পরে তাকেসহ আহত দুই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্ট্রেটিঙ্ বিভাগের এমএস ছাত্রী ইউশা ইসলাম, মাৎস্য বিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের ফাতেমাতু আনজুম কাবেরী ও আরেক এমএস ছাত্রী অন্বেষা ক্যাম্পাসে ঘুরতে বের হয়।
রাত ৭টায় ওই তিন ছাত্রী ক্যাম্পাসের জবক্ষার মোড়ের হোটেল থেকে খাবার কিনে হলে ফেরার পথে ভেটেরিনারি ক্লিনিকের প্রধান ফটকের সম্মুখে ধারালো অস্ত্রসহ ৪ থেকে ৫ ছিনতাইকারী তাদের পথ রোধ করে। এ সময় ছিনতাইকারীরা ওই তিন ছাত্রীর তিনটি ব্যাগে থাকা চারটি মোবাইল ফোন, একটি ডিজিটাল ক্যামেরা, পেনড্রাইভ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
অপরাজিতাবিডিডটকম/আরএ/১৭ফেব্রুয়ারি০৯১৫ঘন্টা২০১৪/এ