ছাত্রীকক্ষে গিয়ে উত্যক্ত : বখাটের দুই মাসের কারাদণ্ড
নারী সংবাদ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শ্রেণিকক্ষে প্রবেশ করে স্কুল শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার দায়ে রাজন মিয়া (১৯) নামে এক বখাটেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকাল ১১টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাজন মিয়া উপজেলার তারাকান্দি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বহিরাগত ৪-৫ জন বখাটে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের কক্ষে প্রবেশ করে। এ সময় তারা ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। কয়েকজন শিক্ষার্থী বিষয়টি প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ মানিককে জানান।
পরে প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের নিয়ে বখাটেদের ঘেরাও করেন। এ সময় ৩-৪ জন বখাটে বিদ্যালয়ের দেয়াল টপকে পালিয়ে গেলেও রাজন নামে এক বখাটেকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানকে এ বিষয়টি অবগত করেন প্রধান শিক্ষক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পরে ছাত্রীদের অভিযোগ শোনেন এবং বখাটে রাজন অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় পাকুন্দিয়া থানার এসআই বিষ্ণুপদ দাশ ও প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্রঃ নয়াদিগন্ত।