banner

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 247 বার পঠিত

চুনারুঘাটে দুই স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

ballo_27781_0চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা,অপরাজিতাবিডি ডটকম: জেলার চুনারুঘাটে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দুই স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। উপজেলার গণকিরপাড় চন্দ্রমলি্লকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী দোলন বেগম এবং পান্না আক্তারের পরিবার তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করে।

পান্না আক্তারের বিয়ের দিন ছিল শুক্রবার এবং দোলন বেগমের বিয়ে হওয়ার কথা ছিল আগামী রোববার। ঘটনাটি এলাকায় জানাজানি হলে এলাকার লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরকে অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাজীপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু বৃহস্পতিবার বিকালে তাদের বাড়িতে যান। তারা পরিবারের লোকদের বুঝিয়ে দুটি বিয়েই বন্ধ করে দেন। এছাড়া ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দেয়ার মুচলেকা নেন।

 

Facebook Comments