banner

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 267 বার পঠিত

গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা

Gazipur

 

অপরাজিতাবিডি ডটকম, গাজীপুর: শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ  (৪র্থ পর্যায়) শীর্ষক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার সকাল ১১টায় গাজীপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা সায়েম হোসেনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক ও উন্নয়ন) শাহনেওয়াজ দিলরুবা খান।

 

বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সিনিয়র আইনজীবী সুদীপ চক্রবর্তী, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মুক্তিযোদ্ধা হাতেম আলী, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট এ কে এম রিপন আনসারী, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

 

সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/৩০ মার্চ, ২০১৪

Facebook Comments