অপরাজিতিবিডি ডটকম , ময়মনসিংহ : ময়মনসিংহ শহরের কালিবাড়ী রোডস্থ কুমার উপেন্দ্র বিদ্যাপিঠের নিজ ক্লাশ রুমে রিতু বিশ্বাস (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনার জের ধরে দায়িত্বহীনতার অভিযোগ এনে এলাকার ক্ষুব্ধ লোকজন স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা করেছে।
শনিবার দুপুর দেড়টার দিকে ক্লাস বিরতিতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে টিফিন বিরতিতে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। এসময় তার কোন সহপাঠী ক্লাস রুমে ছিল না। টিফিন থেকে ছাত্রছাত্রীরা ফিরে এসে ক্লাশ রুমের দরজা ভেতর দিয়ে বন্ধ পায়। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় জানালার ফাঁক দিয়ে দেখে রিতু বিশ্বাস ফাঁসিতে ঝুলে আছে।
স্কুলের প্রধান শিক্ষক কোতোয়ালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রিতুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে। হৃদয় নামে এক ছেলেকে সে ভালবাসতো। তার বান্ধবী নিপাও সেই হৃদয়কে ভালবাসতো। এনিয়ে সে আত্মহত্যা করতে পারে।
তিনি আরো জানান, পুলিশ তার স্কুল ব্যাগ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। সেখানে সে লিখেছে, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
নিহত স্কুল ছাত্রী শহরের ১৭১, বড় কালীবাড়িস্থ হোটেল কর্মচারী বিপিন বিশ্বাসের ছোট মেয়ে।
স্কুলের গনিত শিক্ষক সুনিল কুমার মজুমদার জানান, স্কুল বিরতির সময় শিক্ষকরা দুপুরের খাবার খেতে চলে যান। পরে স্কুলে এসে এ ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এদিকে আত্মহত্যার ঘটনা ছড়িয়ে পড়লে এলাকার শতশত লোক স্কুলে ছুটে আসে। স্কুল চলাকালে আত্মহত্যার ঘটনার খবরে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে দায়িত্বহীনতার জন্য প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলামের উপর হামলা করে।
অপরাজিতিবিডি ডটকম/আরএ/এ/০৫ এপ্রিল, ২০১৪