banner

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 248 বার পঠিত

 

কোম্পানির পর্ষদে নারী : এশিয়ার শীর্ষে বাংলাদেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে নারীদের অংশগ্রহণের দিক থেকে এশিয়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমনকি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা, রাশিয়ার মতো উন্নত দেশ থেকেও এগিয়ে রয়েছে বাংলাদেশ।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ‘রিং দি বেল ফর জেন্ডার একুয়ালিরি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয় আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উপলক্ষে।

এতে জানানো হয়, বাংলাদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের ১৭ শতাংশ সদস্যই নারী। যেখানে যুক্তরাজ্যে কোম্পানির পরিচালনা পর্ষদে নারীর অংশগ্রহণ ১৫ দশমিক ৬ শতাংশ। আর যুক্তরাষ্ট্রে নারীর অংশগ্রহণ ১২ দশমিক ২ শতাংশ।

অপরদিকে, এশিয়ার প্রভাবশালী দেশগুলোর মধ্যে ভারতে কোম্পানির পরিচালনা পর্ষদে নারী সদস্যের হার ৭ দশমিক ৭ শতাংশ, জাপানে মাত্র ২ দশমিক ৪ শতাংশ, চীনে ১০ দশমিক ৭ শতাংশ, হংকংয়ে ৮ দশমিক ৪ শতাংশ, ইন্দোনেশিয়াতে ৩ দশমিক ৮ শতাংশ, কোরিয়াতে মাত্র ১ দশমিক ৮ শতাংশ।

এ ছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদে সিঙ্গাপুরে ৯ শতাংশ, ফিলিপাইনে ৭ দশমিক ৪ শতাংশ, অস্ট্রেলিয়াতে ১৫ দশমিক ১ শতাংশ, থাইল্যান্ডে ৯ দশমিক ৭ শতাংশ, কানাডাতে ১৩ দশমিক ১ শতাংশ, আর্জেন্টিনাতে ৮ শতাংশ, ব্রাজিলে ৬ দশমিক ৩ শতাংশ, মেক্সিকোতে ৬ দশমিক ২ শতাংশ সদস্য নারী।

কোম্পানির পরিচালনা পর্ষদে নারীদের অংশগ্রহণ বাংলাদেশের থেকে বেশি এমন দেশের তালিকায় আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস ও সুইডেন।

এর মধ্যে ডেনমার্কে ২১ দশমিক ৮ শতাংশ, ফিনল্যান্ডে ২২ দশমিক ১ শতাংশ, ফ্রান্সে ২৯ দশমিক ৯ শতাংশ, জার্মানিতে ১৮ দশমিক ৩ শতাংশ, ইতালিতে ২২ দশমিক ৩ শতাংশ, নরওয়েতে ৩৬ দশমিক ৭ শতাংশ, সাউথ আফ্রিকাতে সাড়ে ১৭ শতাংশ, নেদারল্যান্ডসে ১৭ দশমিক ৩ শতাংশ এবং সুইডেনে ২৪ দশমিক ৪ শতাংশ পরিচালনা পর্ষদ সদস্য নারী।

এদিকে, বাংলাদেশে কোম্পানির পরিচালনা পর্ষদে নারীদের সংখ্যা সব থেকে বেশি ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানিতে। এ খাতের কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সদস্যের ২৫ দশমিক ৮৪ শতাংশ নারী।

এ ছাড়া পরিচালনা পর্ষদে ২০ শতাংশের উপরে নারীরা রয়েছেন এমন খাতগুলোর মধ্যে টেক্সটাইলে ২৩ দশমিক ৬৫ শতাংশ, চামড়ায় ২১ দশমিক ২১ শতাংশ, সেবা ও আবাসনে ২৩ দশমিক ৬৮ শতাংশ, পাটে ২০ শতাংশ এবং বীমাতে ২২ দশমিক ১৪ শতাংশ।

বাকি খাতগুলোর মধ্যে ভ্রমণ খাতে ১২ শতাংশ, টেলিযোগাযোগে ১০ দশমিক ৫৩ শতাংশ, পেপার ও প্রিন্টিংয়ে ১১ দশমিক ২৬ শতাংশ, আইটিতে ১১ দশমিক ৬৩ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানিতে ৭ দশমিক ৭৪ শতাংশ, খাদ্যে ৮ দশমিক ৯৪ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠানে ১৩ দশমিক ৮৫ শতাংশ, ইঞ্জিনিয়ারিংয়ে ১৪ দশমিক ৮৮ শতাংশ, সিরামিকে ১২ দশমিক ৫০ শতাংশ, সিমেন্টে ৮ দশমিক ৩৩ শতাংশ, ব্যাংকে ৯ দশমিক ৪৭ শতাংশ এবং বিবিধ খাতে ১৫ দশমিক ৩১ শতাংশ পরিচালনা পর্ষদ সদস্য নারী।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপনকুমার বালার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরী, ডিএসইর সাবেক সভাপতি আহসানুল ইসলাম টিটু, ডিএসইর খুজেস্তা নূর এ নাহারীন প্রমুখ।

বক্তরা বলেন, দেশে নারীরা অনেক এগিয়ে গেছেন। কিন্তু এখনো কোম্পানির পরিচালনা পর্ষদে পুরুষদের তুলনায় নারীর অংশগ্রহণ অনেক কম। তাই বিএসইসি, ডিএসই, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোম্পানিগুলোকে পরিচালনা পর্ষদে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য চিঠি দেওয়া হবে।

Facebook Comments