banner

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 224 বার পঠিত

 

কুপনের মাধ্যমে পুরস্কারের আশায় পণ্য ক্রয় করা : কী বলে ইসলাম ???

এক্ষেত্রে শরীয়তের বিধান হল, যদি দোকানদার পণ্যের দাম বাজার মূল্যের সমান রাখে তাহলে পুরস্কার পাওয়ার আশায় তার কাছ থেকে পণ্য ক্রয় করা জায়েয হবে এবং পুরস্কারের কুপন অথবা কার্ডের উপর লটারীর মাধ্যমে যেই পুরস্কার দেয়া হবে তা গ্রহণ করাও জায়েয হবে। এই পুরস্কারটি হবে দোকানদারের পক্ষ থেকে উপহার।

অনেক দোকানদার তাদের পণ্য বেশি বেশি বিক্রি করার জন্যে গ্রাহকদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করে থাকে। যদি কেউ তাদের দোকান থেকে তাদের পক্ষ থেকে নির্ধারিত পরিমাণের পণ্য ক্রয় করে তাহলে তাকে একটি কুপন বা কার্ড দেয়া হয়। এধরনের কুপন বা কার্ডে লটারীর নম্বর দেয়া থাকে। ক্রেতার নামের সাথে নম্বরটি লিখে রাখা হয়। অতপর ক্রেতা সেই কুপন বা কার্ড লটারীর বাক্সে রেখে দেয়। যদি তার নম্বর লেগে যায় তাহলে তাকে বিভিন্ন পুরস্কার দেয়া হয়।

এক্ষেত্রে শরীয়তের বিধান হল, যদি দোকানদার পণ্যের দাম বাজার মূল্যের সমান রাখে তাহলে পুরস্কার পাওয়ার আশায় তার কাছ থেকে পণ্য ক্রয় করা জায়েয হবে এবং পুরস্কারের কুপন অথবা কার্ডের উপর লটারীর মাধ্যমে যেই পুরস্কার দেয়া হবে তা গ্রহণ করাও জায়েয হবে। এই পুরস্কারটি হবে দোকানদারের পক্ষ থেকে উপহার।

যা কোনো জিনিসের বিনিময়ে হবে না। আর যদি ক্রয়কৃত জিনিসের মূল্য পুরস্কারের কুপনের কারণে বাজারদরের চেয়ে বেশি রাখা হয়, অর্থাৎ ঐ পণ্যটি পুরস্কারের কুপন ছাড়া কিনলে কম দামে কেনা যাবে, তাহলে এমতবস্থায় সম্ভাবনাময় পুরস্কার পাওয়ার লোভ করা নাজায়েয ও হারাম হবে। অবশ্যই তা বর্জন করতে হবে। কেননা এটি তখন জুয়ার মধ্যে অন্তর্ভুক্তহয়ে যাবে। যা শরীয়তমতে হারাম। [আধুনিক লেনদেনের ইসলামী বিধান : ১৩৫]

মাওলানা আবদুল্লাহ আল ফারুক
লেখক, আলেম ও বহু গ্রন্থের অনুবাদক

Facebook Comments