banner

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ইং, ,

পোস্টটি 601 বার পঠিত

 

কাফিরদের প্রতি(ছন্দে ছন্দে আল কুরআন)

কাফিরদের প্রতি(ছন্দে ছন্দে আল কুরআন)


ফাতিমা মারিয়াম


হে নবী! বলে দাও,
‘হে কাফেরগণ শোন,
তোমরা যাদের ইবাদাত করো,
আমি করি না তাদের ইবাদাত জেনো।
.
তোমরা তো করোনা তাঁর ইবাদাত
যাঁর ইবাদাত করি আমি।
আমিও করিনা তাদের ইবাদাত
যাদের উপাসনা কর তোমরা দিবা যামী।
.
তোমরা তো করোনা ইবাদাত তাঁর
ইবাদাত আমি করি যাঁর।
তোমাদের দ্বীন তোমাদের জন্য
আমার দ্বীন আছে আমার।’
সূরার অর্থ –
১) বলে দাও, হে কাফেররা!
২) আমি তাদের ইবাদাত করি না যাদের ইবাদাত তোমরা করো।
৩) আর না তোমরা তাঁর ইবাদাত করো যাঁর ইবাদাত আমি করি।
৪) আর না আমি তাদের ইবাদাত করবো যাদের ইবাদাত তোমরা করে আসছ।
৫) আর না তোমরা তাঁর ইবাদাত করবে যাঁর ইবাদাত আমি করি।
৬) তোমাদের দ্বীন তোমাদের জন্য এবং আমার দ্বীন আমার জন্য।
[আল কাফিরূন]

Facebook Comments