কখন বুঝবো বাচ্চার ডেঙ্গু হয়েছে?
শিশুর স্বাস্থ্যসেবা
ডেঙ্গু জ্বরের প্রকটতা বেড়েছে বহুগুণ। যেকোনো রোগীর চেয়ে শিশুদের ভোগান্তি একটু বেশিই। শিশুরা সহজে বেশি ঝুঁকির মধ্যে থাকে। গতকাল ২৩ জুলাই মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এক দিনের রেকর্ড সংখ্যক ৪৭৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৯ জন।
শিশুদের মধ্যে যে যে লক্ষণ দেখলে ডেঙ্গু টেস্ট করাবেন,
১. বাচ্চাগুলো একেবারেই নিস্তেজ হয়ে পরে
২. পালস খুব কম
৩. পানি শূন্যতা
৪. কোন কোন বাচ্চার শ্বাসকষ্ট নিয়ে আসে
৫. বুকে পানি জমা
৬. রক্তচাপটা খুব কমে যাওয়া।
৭. জ্বরের মাত্রা ১০২ ও ১০৩ বা এর থেকেও বেশি থাকতে পারে। এভাবে জ্বরটা তিন থেকে পাঁচ দিন থাকে।
৮. মাথাব্যথা,
৯. চোখব্যথা,
১০. বমি, পেটেব্যথা সঙ্গে পাতলা পায়খানা থাকতে পারে।
১১. শরীরে দানা দানা র্যাশের মতো দেখা দিতে পারে।
মুলত প্লেটিলেট কমে গণনা করি, তখন দেখি খুবই কম। দেখা যায়, আগের দিন রাতে প্লেটিলেট গণনা খুব ভালো থাকলেও পরের দিনই প্লেটিলেট গণনা তিন লাখ থেকে চল্লিশ হাজারে নেমে যেতে পারে।
587 total views, 1 views today