অপরাজিতাবিডি ডটকম, ঢাকা: আসি আসি করছে গ্রীষ্মকাল। এরই মধ্যে গরমকালের পোশাকের চাহিদাও বাড়ছে দিন দিন। বিষয়টি মাথা রেখে ফ্যাশন হাউস ‘এবি ফ্যাশন মেকার’ নিয়ে এসেছে গ্রীষ্মের উপযোগী নানা ধরণের পোশাক।
যেহেতু প্রকৃতিতে গ্রীষ্মের প্রভাব বাড়ছে। তাই পোশাকের ফেব্রিক আর রঙে প্রাধান্য পেয়েছে দেশীয় আবহাওয়া। এবি ফ্যাশনের পোশাকের ক্যানভাসে গ্রীষ্ম কিছুটা ফেস্টিভমুডে ফিউশনের আদলে তুলে ধরা হয়েছে। তরুণীদের কুর্তার পাশাপাশি থাকছে কটনের এর বিভিন্ন আউটফিট।
তরুণীদের জন্য ক্যাটিং, নেক লাইনে ভিন্নতায় তৈরি সালোয়ার কামিজ, কুর্তা যেগুলোর নকশায় ব্যবহার করা হয়েছে ফুলেল, সার্কেল, গোল্ডেন-লেসসহ ব্লক মোটিভ।
২০০০ সালে প্রতিষ্ঠিত পোশাকের এই ফ্যাশন হাউসটি, ডিজাইন ও ফ্যাশনে দেশে বৈচিত্রতা আনায় দ্য ডেইলি স্টার ঈদ ফ্যাশন প্রতিযোগিতা, পাক্ষিক আনন্দ আলো এবং ভোরের কাগজ অ্যাওয়ার্ড অর্জন করেছে। সালোয়ার কামিজ, টপস, ফতুয়া, স্কার্ট, শিশুদের পোশাক, পাঞ্জাবিই বেশি তৈরি করে থাকে এবি ফ্যাশন মেকার।
পোশাকের ডিজাইনের মোটিফ দেশীয় হলেও কাটিং-প্যাটার্নে পাশ্চাত্য স্টাইল অনুসরণ করা হয়েছে। পোশাক এর খোঁজে যেতে পারেন ২৮ গোল্ডেন গেইট শপিং সেন্টার, মিরপুর রোড, ঢাকা এই ঠিকানায়।
অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৪মার্চ,২০১৪