banner

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 187 বার পঠিত

এবার ভটভটি যাত্রী গণধর্ষণের শিকার

প্রতিনিধি, অপরাজিতাবিডি ডটকম

rape
রাজশাহী : রাজশাহীর বাঘায় এবার ভটভটি যাত্রী এক গৃহবধূ (২৩) গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে বাঘা উপজেলার আড়ানী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা।

 

গণধর্ষণের শিকার ওই গৃহবধূর বাড়ি জেলার পুঠিয়া উপজেলা সদরে। এছাড়া তিনি পাবনার ঈশ্বরদী ইপিজেডে কাজ করেন।

 

এ ঘটনায় রাতেই পাঁচ ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। ধর্ষণকারী সন্দেহে আটককৃতরা হলেন, আরিফ, মিলন, বুল্লা, মোহাম্মদ আলী ও জরিপ। এরা সকলেই বাঘা উপজেলার জোতরঘু গ্রামের বাসিন্দা।

 

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্ত্তজা এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় শুক্রবার ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক ওই পাঁচ জনকে আদালতে পাঠানো হয়েছে।

 

এদিকে ধর্ষণের শিকার ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ওসিসিতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নির্যাতিতা শ্যালোঞ্জিন চালিত ভটভটিযোগে ঈশ্বরদী ইপিজেড থেকে পুঠিয়ার ফিরছিলেন। পথে রাতে বাঘা উপজেলার আড়ানির অদূরে মাঠের মধ্যে ভটভটির চালকসহ ওই পাঁচ যাত্রীর গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ।

 

পরে মুমূর্ষু ওই গৃহবধূ চারঘাট উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আলতাফ হোসেনের বাড়িতে আশ্রয় নেন। এরপর তিনি আলতাফ হোসেনকে বিষয়টি জানালে স্থানীয়রা একত্রিত হয়ে ওই পাঁচ ধর্ষণকারীকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নেয়।

 

এদিকে, ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকালে বাঘা উপজেলার আড়ানী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/এ/১৪৫০ঘন্টা২১ফেব্রুয়ারি২০১৪

 

 

Facebook Comments