অপরাজিতাবিডি ডটকম: নকীব খান, মঈনুল ইসলাম খান এবং পিলু খান। তিন খানের সুর-সংগীতে একক অ্যালবাম করছেন কনকচাঁপা। আর অ্যালবামের সব ক’টি গানের কথা লিখছেন জুলফিকার রাসেল। বিশেষ এ অ্যালবাম তৈরির পরিকল্পনা গেল বছরের। তবে গানগুলো রেকর্ডিংয়ের গতি পেয়েছে চলতি বছরে এসে।এ্যালবামের রেকর্ডে ধীরগতি কেন? কনকচাঁপা বলেন, পরিকল্পনা করেই তো আর মাঠে নামা যায় না। একটু ধীরস্থির গতিতে এগোতে চাই। কারণ বাণিজ্যটা এখানে শতভাগ গৌণ। তিন খানসহ আমি এবং জুলফিকার রাসেল চাই অনবদ্য কিছু গান তৈরি হোক। সে জন্য অ্যালবামের গানগুলো নিয়ে আমাদের গবেষণার অন্ত নেই। তার ওপর গেল এক বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। তবে সমপ্রতি পূর্ণ উদ্যমে গানগুলোর সুর-সংগীতায়োজনের কাজে গতি পেয়েছে।
আশা করছি কিছুদিনের মধ্যেই রেকর্ডিং শুরু করবো। কনকচাঁপা আরও জানান, সবকিছু ঠিক থাকলে আসছে পহেলা বৈশাখেই অ্যালবামটি প্রকাশ হবে। আশা করছি আমাদের সংগীতের তিন খান আপনাদের ১০টি শুদ্ধ-সুরেলা আধুনিক বাংলা গান উপহার দিতে পারবেন।
নাম ঠিক না হওয়া রেকর্ড চলতি এ অ্যালবামে প্রথমবারের মতো কনকচাঁপা একটি গানে কণ্ঠ দেবেন নকীব খানের সঙ্গে। গানটির শিরোনাম ‘ইচ্ছে করছে এই এখানে’। অ্যালবামে থাকছে মা’কে নিয়ে একটি গান। সব মিলিয়ে আগামী বৈশাখে ১০ গানের আলোচিত এ অ্যালবামটি প্রকাশের সম্ভাবনা রয়েছে। এদিকে প্লে-ব্যাক ঘরানার কণ্ঠতারকা কনকচাঁপা মূলত হারানো দিনের রিমেক গানের অ্যালবাম দিয়ে অডিও বাজারে এলেও, এ বছর আর কোনও রিমেক অ্যালবামের পরিকল্পনা নেই তার।
বরং, গানের কনকচাঁপা ক্রমশ নিজেকে ছড়াচ্ছেন সাহিত্যচর্চা আর রাজনীতির মাঠে। চলতি গ্রন্থমেলায় কনকচাঁপার নতুন কোন গ্রন্থ প্রকাশ না পেলেও আগামী গ্রন্থমেলায় দু’টি গ্রন্থ প্রকাশের প্রস্তুতি শুরু করেছেন এরই মধ্যে। যার একটি কবিতা। অন্যটি উপন্যাস। এদিকে রাজনৈতিক ময়দানে বর্তমানে তিনি এগোচ্ছেন বিএনপির সমর্থন নিয়ে। এ প্রসঙ্গে কনকচাঁপা বলেন, রাজনীতির মাঠে এখনও পুরোপুরি সক্রিয় হতে পারিনি। তবে দল যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই কাজ করবো। দলের নির্দেশে আমি রাজনীতির মাঠে সক্রিয় হতে চাই। এছাড়া নিজ গ্রাম সিরাজগঞ্জের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমার ইচ্ছে রাজনীতির মাধ্যমে সিরাজগঞ্জের মানুষের জীবনমান আরও উন্নত করা।
অপরাজিতাবিডিডটকম/আরএ/১৭ফেব্রুয়ারি০৯১৫ঘন্টা২০১৪/এ