banner

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 641 বার পঠিত

 

“ইয়া রাসূল,ইয়া হাবীব” -জাজাফী

আমি যদি তোমায় নিয়ে না লিখি হে রাসুল (সা:)
যা লিখেছি এক জীবনে জানি আমার সবই ভুল।

কাউকে যদি একটু বেশি ভালোবাসি তোমায় রেখে
মা’বুদ আমার না জানি হায় কতই নারাজ সেটা দেখে।

দুনিয়াবি শানশওকাত সবই বৃথা তুমি বিনে
তোমার দিদার চাই হে রাসুল মউত এবং হাশর দিনে।

সালাম সালাম ইয়া নবী বিশ্বজনের আলোর দিশা
তুমি বিনে চারিদিকে কেবলই ঘোর অমানিশা।

আমায় তুমি দিদার দিও,রেখো তোমার মুহাব্বতে
রোজই তোমায় দুরূদ পাঠায়,গোনাহগার এ উম্মতে।

ইয়া রাসূল,ইয়া হাবীব হে আমাদের বিশ্ব নবী
তোমায় নিয়ে লেখার মত হইনি আমি তেমন কবি।

যা লিখেছি ক্ষমা করো,দিদার দিও রোজ হাশরে
দিদার দিও ইয়া রাসূল মরণ কালে আধার গোরে।

#জাজাফী
১২ রবিউল আউয়াল
২ ডিসেম্বর ২০১৭

Facebook Comments