banner

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 1276 বার পঠিত

 

ইসলাম ধর্মে আইরিশ বিখ্যাত সংগীত শিল্পী ‘সিনেয়াড ও’কনোর’


নারী সংবাদ


আইরিশ শিল্পী সিনেয়াড ও’কনোর ছিলেন
ক্যাথলিক ধর্মের। সাম্প্রতিক তিনি টুইটারে এক বার্তায় ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণের কথা জানিয়েছেন। নতুন নাম নিয়েছেন শুহাদা।

মুসলিমদের সমর্থন দেবার বিষয়টিকে তিনি আন্তরিকভাবে নিয়ে ধন্যবাদ জানিয়েছেন মুসলিম উম্মাকে।

শুহাদা তার বার্তায় জানান, ‘ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়নের পর তিনি নিরপেক্ষভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেছেন, ‘যেকোনো বুদ্ধিমান ধর্মতত্ববিদ গণ যদি স্বইচ্ছায় অনুসন্ধান নামেন তবে তা স্বাভাবিকভাবেই ইসলামে এসে তার সমাপ্তি ঘটবে’।

সুত্র : দ্যা গার্ডিয়ান।

Facebook Comments