এ বছরের শুরুর দিকে প্রকাশিত হয় ইমরান-তাহসানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’। অ্যালবামের সব গানের কথা লেখেন রবিউল ইসলাম জীবন এবং সুর এবং সঙ্গীতপরিচালনা করেন ইমরান। এই অ্যালবামেরই ‘নিশি রাতে চান্দের আলো’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে খুব শিগগিরই। গল্পভিত্তিক এই মিউজিক ভিডিওতে মায়ের ভূমিকায় দেখা যাবে পরিচিত মুখ খালেদা আক্তার কল্পনাকে। প্রায় তিন বছর পর কোন মিউজিক ভিডিওর জন্য আবারও শুটিং করলেন কল্পনা। মিউজিক ভিডিওটির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন আশফাক রানা ও সায়রা। এটি নির্মাণ করছেন সৈকত রেজা।
এ প্রসঙ্গে খালেদা আক্তার কল্পনা বলেন, ‘মিউজিক ভিডিওর জন্য অনেক প্রস্তাব আসে। কিন্তু গল্প পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিই। এই মিউজিক ভিডিওর গল্প শুনে পছন্দ হয়েছে বলেই রাজি হয়েছি। দর্শকরা ভালো কিছুই পেতে যাচ্ছে।‘
অন্যদিকে ইমরান বলেন, ‘খালেদা আক্তার কল্পনার অভিনয়ের ভক্ত আমি। আমার গানে তিনি অভিনয় করেছেন এটা ভাবতেই ভালো লাগছে। অডিওতে গানটির জন্য অনেক সাড়া পেয়েছি। আশা করছি মিউজিক ভিডিও প্রকাশের পর সেই সাড়াতে নতুন মাত্রা যোগ হবে।‘
নির্মাতা সৈকত রেজা বলেন, ‘অনেক আগেই গানটি শুনেছি। মিউজিক ভিডিও নির্মাণের দায়িত্ব যখন আমার উপর পড়ল তখন থেকেই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।‘
উল্লেখ্য, ‘নিশি রাতে চান্দের আলো’ গানটি দিয়েই প্রথমবারের মতো কোন ফোক গানে কণ্ঠ দেন ইমরান। অ্যালবামটি বাজারে এনেছিল প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।