banner

রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 210 বার পঠিত

আলুর জিলাপি

alur-jilebi-150913-b-kagoj_38983উপকরণ:
– সেদ্ধ আলু ১ কাপ
– ময়দা ১ কাপ
– গুড়া দুধ ৬ টেবিল চামচ
– ঘি ৬ টেবিল চামচ
– বেকিং পাউডার সিকি চা চামচ
– তরল দুধ ১ কাপ
– ভাজার জন্য পরিমাণ মতো তেল

 

 

সিরার জন্য:
– চিনি ৩ কাপ
– পানি ২ কাপ
– গোলাপজল সামান্য
পানির সঙ্গে চিনি জাল দিয়ে সিরা তৈরি করে নিতে হবে।

 

প্রণালী:
তরল দুধ চুলায় বসিয়ে বলক এলে ময়দা দিয়ে সেদ্ধ খামির তৈরি করে নিন। এবার সেদ্ধ ময়দার সঙ্গে আলু এবং গুড়া দুধ একসঙ্গে ভালো করে মেখে নিন। এবার পরিমাণমতো খামির নিয়ে লম্বা চিকন করে ৮-৯ ইঞ্চির মতো লম্বা করুন। গোল করে পেঁচিয়ে ডুবো তেলে ভেজে হলে সিরায় ৫ মিনিট রাখুন। পরিবেশন ডিশে রেখে গরম গরম পরিবেশন করুন।
-প্রতিবেদক,অপরাজিতাবিডি ডটকম

Facebook Comments