‘এবং তারপর’ নামের একটি টেলিছবিতে জুটিবদ্ধ হলেন চিত্রনায়ক রিয়াজ এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। গল্প লিখেছেন ফ্যাশন ডিজাইনার এমদাদ হক। এর চিত্রনাট্য তৈরি করেছেন মনসুর রহমান চঞ্চল ও পরিচালনা করেছেন নুজহাত আলভী। এ নিয়ে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করলেন তারা। এতে আরও অভিনয় করেছেন সজল, হিমি, লায়লা হাসান, সুজন, চৈতি ও ইমরান।
টেলিছবিটির গল্পে দেখা যাবে, জীবনের একটা সময় প্রাণচাঞ্চল্যে, উদ্দীপনা আর উচ্ছ্বাসে ভরা ছিলো নবনীতার জীবন। ঠিক উল্টো অর্থাৎ চুপচাপ আর একটু নিজের মধ্যে গুটিয়ে থাকা স্বভাবের ছিলো অন্য বন্ধু পারভেজ। বিয়ের পর নবনীতা স্বামীর সঙ্গে আমেরিকায় চলে গেলেও দুটো কিডনিই বিকল হয়ে যাওয়ায় ফিরে আসে বাংলাদেশে। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।
ইতিমধ্যেই টেলিছবিটির দৃশ্যধারণ শেষ হয়েছে ধানমন্ডি লেক ও পূবাইলে। আসছে ঈদুল ফিতরে একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে টেলিছবিটি।