banner

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 1067 বার পঠিত

 

আন্তর্জাতিক অঙ্গনে সফল বাঙ্গালী নারীমুখ

সায়মা ওয়াজেদ পুতুল

সায়মা ওয়াজেদ পুতুল অটিজম বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে অটিস্টিক শিশুদের নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। তার কাজের স্বীকৃতি হিসেবে পান বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক হেলথ পুরস্কার।

 18126

ওয়াসফিয়া নাজরীন

ন্যাশনাল জিওগ্রাফির ‘অ্যাডভেঞ্চারার্স অব দ্য ইয়ার ২০১৪-১৫’-এর তালিকায় স্থান করে নিয়েছেন মাউন্ট এভারেস্ট বিজয়ী বাংলাদেশের দ্বিতীয় নারী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। ২০১২ সালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার গৌরব অর্জন করেন। বাংলাদেশী হিসেবে তিনি প্রথম দক্ষিণ আমেরিকার সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট অ্যাকোনকাগুয়া, উত্তর আমেরিকার ডেনালি, ইউরোপের মাউন্ট এলব্রাস ও অ্যান্টার্কটিকার ভিনসন মাসিফে আরোহণ করেন।

 2012-07-09-22-07-12-4ffb561039b63-untitled-1

সারজিনা তৃমা ও আজরিন আফরিন

৬ষ্ঠ বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীতে পাঁচটি বিভাগের মধ্যে পোর্ট্রেট ও লাইফ দুটি বিভাগেই সেরা আলোকচিত্রীর পুরস্কার পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী সারজিনা তৃমা। ফেস্টিভ্যাল বিভাগে শ্রেষ্ঠ আলোকচিত্রীর পুরস্কার পান ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী আজরিন আফরিন।

 1622795_581170805297775_1381567668_n 10696404_825465440838354_7259026154770832119_n

অর্পা, মাশা ও মাহমুদা

এলডিসি অন্তর্ভুক্ত দেশের ২০১৫ পরবর্তী কাঠামোগত উন্নয়ন অগ্রাধিকার শীর্ষক ব্রিটিশ কাউন্সিলের অ্যাকটিভ সিটিজেনের তিন মেয়ে সদস্য আন্তর্জাতিক শিক্ষা সফর উপলক্ষে যুক্তরাজ্য ভ্রমণ করেন। বাংলাদেশের তিন শিক্ষার্থী অর্পা রহমান, মাশা আল-আইরিন খান ও মাহমুদা সামানজার চৌধুরী ২৯ থেকে ৩১ জানুয়ারি এলডিসি অন্তর্ভুক্ত দেশের তরুণদের অংশগ্রহণে উইলটন পার্ক কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

 1391506_828169927209976_1492329284_n 10376057_10204064242995694_6080455561046925174_n10868045_10204658032805133_1534719536879057800_n

আজিজা বেগম

নবজাতক শিশু ও মায়ের স্বাস্থ্যসেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়ার জন্য হবিগঞ্জের স্বাস্থ্যকর্মী আজিজা বেগম পান গ্লোবাল লিগ্যাসি অ্যাওয়ার্ড। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের ইলোমিনেশন গালায় যুক্তরাজ্যের নিউইয়র্কে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। আজিজা বেগম হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের একজন স্বাস্থ্যসেবী। বিশ বছর ধরে তিনি শিশুস্বাস্থ্যসেবায় কাজ করছেন।

তাসলিমা আখতার

সাভারের রানা প্লাজা ভবন ধসের শিকার দুই শ্রমিকের আঁকড়ে ধরে থাকা আলোচিত আলোকচিত্রের জন্য আলোকচিত্রী তাসলিমা আখতার পান জার্মানির লিড অ্যাওয়ার্ড। তিনি বাংলাদেশের আলোকচিত্রী ও গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক। জার্মানির স্টার্ন সাময়িকীতে প্রকাশিত শেষ আলিঙ্গন নামে পরিচিত তার আলোকচিত্রটি ১৯টি ক্যাটাগরির মধ্যে বছরের সেরা আলোকচিত্র নির্বাচিত হয়।

সোনা রানী রায়

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাহতারা গ্রামের সোনা রানী রায় কেয়ার বাংলাদেশ প্রকল্প ‘নিজেরা কটেজ এন্ড ভিলেজ ইন্ডাস্টিজ’-এর মাধ্যমে আমেরিকার সান্থাফেতে আন্তর্জাতিক লোকশিল্প মেলায় অংশ নেন। তার সেলাইকৃত নকশিকাঁথা এ মেলায় ব্যাপক প্রশংসিত হয়।

নাবিরা রহমান এবং কাশফিয়া নেহরীন

জাতিসংঘের সদর দফতর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসোক) ইয়ুথ ফোরাম ২০১৪। এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাবিরা রহমান ও বুয়েটের কাশফিয়া নেহরীন। এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘সেই পৃথিবী আমরা চাই, যে পৃথিবী আমাদের চায়।’ নাবিরা রহমান অংশ নেন শিক্ষাবিষয়ক সেশনে। কাশফিয়া নেহরীন অংশ নেন কর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগবিষয়ক সেশনে। এ সেশনে আলোচিত হয় কীভাবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও একত্রে কাজ করতে পারে।

 সূত্র- যুগান্তর।
Facebook Comments