banner

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 842 বার পঠিত

 

আজও আমি তারা গুনি

আব্দুস সামাদ


বলেছিলে আসবে তুমি
জোসনা হাতে
পুকুর পাড়ে সবুজ ঘাসের
বারান্দাতে!

আসবে তুমি ছোট পায়ে
ঘোমটা খুলে
করবো বরণ হাজার চরণ
পদ্মফুলে।

বসবে তুমি এলোকেশে
নগ্ন পায়ে
কাটবো সাঁতার অকূল-পাথার
ভগ্ন নায়ে!

জলকেলিতে ভিজবো দু’জন
জলভোমরা
গুনবো তারা আকাশ ভরা
জোড়া জোড়া।

আজও আমি তারা গুনি
একলা রাতে
হয়নি ভেজা জলকেলিতে
জোসনা রাতে!

Facebook Comments