banner

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 729 বার পঠিত

 

অপেক্ষা

আখতারুজ্জামান সেলিম


অপেক্ষাতে কেটে যায় কতো যে সময়
যেজন প্রতীক্ষা করে সেই শুধু জানে
সময় কেমনে কাটে।
বিমানের প্রতীক্ষায় আছি কুর্মিটোলায়
মহাখালী ভরা থাকে ঈদের সময়
ঘরে ফেরা মানুষের শ্বাসে
বৃষ্টির প্রতীক্ষায় থাকে চাতকচাতকী
ভাটায় নোঙ্গর করে
জোয়ারের পতীক্ষায় থাকে নায়ের মাঝি
প্রেমিকার প্রতীক্ষায় কাটেনা সময়
জন্মের প্রতীক্ষা করে নবদম্পতি
মৃত্যুর পতীক্ষায় থাকে ফাঁসির আসামী,
আমি প্রতীক্ষায় একটি কবিতার
সারাটা জীবন প্রতীক্ষায় থাকে মৃত্যু।

Facebook Comments