দীপ্ত টিভির নিয়মিত শিল্পীদের একজন শারমিন আঁখি । টেলিভিশনটিতে প্রচার হওয়া অরিজিত মুখার্জির পরিচালনায় ওপার বাংলার প্রখ্যাত কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবীর উপন্যাস ‘বালুচারী’ অবলম্বনে টিভি ধারাবাহিক ‘অপরাজিতা’র নন্দিতা চরিত্রে অভিনয় করছেন তিনি।
‘অপরাজিতা’ সিরিয়ালে নিজের চরিত্র সম্পর্কে শারমিন বলেন, “ছটফটে ও চঞ্চল প্রকৃতির মেয়ে নন্দিতা।পাঁচ ভাই বোনের মধ্যে বোন নন্দিতার অবস্থান সেঝো । ছোটবেলা থেকেই সংসারের টানা পোড়েন দেখে বেড়ে ওঠা নন্দিতার। তাই শুরু থেকেই নন্দিতা চরিত্রটি অনেক কেলকুলেটিভ। নিজের চাহিদাগুলো কিভাবে আদায় করে নিতে হয় তা শিখে নিয়েছে ছেলেবেলা থেকেই।”
অপরাজিতা মেগা সিরিয়ালটি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন রাত ৮.৩০ মিনিটে প্রচারিত হচ্ছে দীপ্ত টিভির পর্দায়। শারমিন আঁখির টেলিভিশন পর্দায় পথ চলা শুরু ২০১১ সালে দেবাশীষ বড়ুয়া দ্বীপের ‘ঘটক বাকী ভাই’ ধারাবাহিক নাটক দিয়ে । তারপর নার্গিস আক্তারের টেলিছবি ‘ভালোবাসা কী করে ভালো হয়’, দেবাশীষ দ্বীপের আরেকটি ধারাবাহিক ‘চারকন্যা’য় কাজ করেন। এরপর ইমরাউল রাফাতের ‘আপন খবর’, ধারাবাহিক ‘রাব্বু ভাইয়ের বৌ’, আশুতোষ সুজনের ‘বাইশে শ্রাবণ’, রাহাত কবিরের ‘না বলা কথা’ রাসেল শিকদার এর “গিটার” সহ প্রায় অর্ধ শতাধিক একক ও ধারাবাহিক নাটকে কাজ করেছেন।
শিহাব শাহীন পরিচালিত ‘নীলাঞ্জলা’, ‘তোমার আমার বিয়ে’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘উৎসর্গ’ , শুভ্র খান এর পরিচালিত ধারাবাহিক ‘অনাকাঙ্খিত সত্য’ তার উল্লেখযোগ্য কাজ।মাছরাঙ্গা টেলিভিশনের প্রযোজনায় আবুল হোসেন খোকনের পরিচালনায় ‘তিন গোয়েন্দা’ সিরিজের তার অভিনীত ‘জিনা’ চরিত্রটি দর্শকের দৃষ্টি কেড়েছে। প্রচারের অপেক্ষায় রয়েছে ফয়সাল খান রিপনের ‘মিছা কথার মেশিন’ এবং রাহাত কবিরের ‘ভালবাসার রঙ’, ‘সম্পর্কের আবর্তে’ সহ আরও বেশকিছু নাটক।