banner

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 610 বার পঠিত

 

অনলাইনে কিনুন পছন্দের জামদানি-কাতান

ইফাত শারমীন। মাস্টার্স শেষ করে একটি আইটি ফার্মে কাজ করেন ৬/৭ বছর। এরপর কুমিল্লার এই মেয়ে চিন্তা করেন নিজেই কিছু করবেন। শুরু করেন অনলাইনে জামদানি কাপড় বিক্রি করার ব্যবসা। মূলত ছোট ভাইয়ের কাছ থেকে প্রথম জামদানি নিয়ে কিছু করার অনুপ্রেরণা পান। ছোট ভাই তখন বুয়েটে পড়তো। সে জামদানির ডিজাইন নিয়ে একটি থিসিস করে। সেজন্য ভাইকে জামদানির তৈরি কারিগরদের বাড়িতে বাড়িতে গিয়ে থিসিসটি করতে হয়। দেখাদেখি শারমীনও তাঁতীদের কাছে গিয়ে জামদানি তৈরি দেখেন। এরপর শুরু করেন ব্যবসাটি। ২০১৫ সালে তার অনলাইন শপ চালু করেন। জামদানি ভিলি নামের শপটি দেখতে দেখতেই জনপ্রিয়তা পায়। এখন প্রতিদিন গড়ে ২টি দামি শাড়ির অর্ডার পান তিনি। এখন থেকে কমদামি শাড়িও বিক্রি করার চিন্তা করছেন। বর্তমানে তার বেশিরভাগ ক্রেতা দেশের বাইরে থেকেই অনলাইনে অর্ডার করেন। তিনি জামদানি শাড়ি, মসলিন শাড়ি, থ্রিপিস, টুপিস, পাঞ্জাবীর কাপড় বিক্রি করেন। জামদানি শুরু হয়েছে ৪০০০ টাকা থেকে। ৪৫ হাজার টাকা পর্যন্তও জামদানি বিক্রি করে থাকেন তিনি। পাঞ্জাবী পিস ৮৫০ থেকে কাজের উপর ভিত্তি করে ২৩০০ টাকা পর্যন্ত রয়েছে।

অন্যদিকে এমডি ওমান থাকেন মিরপুর। ভারতের এই ছেলে ছোট বেলা থেকেই মিরপুরে তার বাবার তাতের শাড়ির দোকানে বসেন। এসএসসি পাশ করে একটি কলেজে এইচএসসিতে উন্মুক্ততে ভর্তি হন। নিজের খরচ নিজেই যোগান দিতে শুরু করেন অনলাইনে কাতান শাড়ি বিক্রির দোকান। বাবার দোকানে যখন বসতেন তখন বিভিন্ন অনলাইন ব্যবসায়ী মেয়েরা তার দোকানে আসতো শাড়ির ছবি নিতে। সেই ছবি অনলাইনে দিয়ে অর্ডার নিতো। আজকের ডিল নামক একটি অনলাইন প্রতিষ্ঠানও তার কাছে এসেছিলো। এরপর তিনি নিজেই চিন্তা করেন অনলাইন ব্যবসা করবেন। এভাবেই শুরু। এখন মাসে দেড়শোটি শাড়ি তিনি অনলাইনে বিক্রি করেন। গড়ে ৫০/৬০ হাজার টাকা তার ইনকাম রয়েছে। পরিবারকেও তিনি টাকা দিয়ে সাহায্য করেন। কাতান, অপেরা কাতান, কাঞ্জপুরান, জোড়িকাটা, সিল্ক সব ধরনের শাড়িই তিনি বিক্রি করেন। ভারত থেকে বিভিন্ন কাতান পার্টিরা পাঠিয়ে দিলে সেগুলো তিনি বিক্রি করেন। এছাড়া গাউসিয়া থেকেও পাইকারি দরে শাড়ি কিনে তা অনলাইনে বিক্রি করেন। ১৭৫০ টাকা থেকে শুরু করে ২৬০০০ টাকা দামের শাড়ি তিনি বিক্রি করে থাকেন।

তাই বলা চলে ফেসবুক তাদের ব্যবসার বড় একটি মাধ্যম হয়ে উঠেছে। চাইলে আপনিও অনলাইন ভিত্তিক ব্যবসা শুরু করে নিজেকে গুছিয়ে নিতে পারেন নিজের ভাগ্য। আর শাড়ি কিনতে চাইলে অনলাইনেই অর্ডার করুন। আর ঘরে বসেই পেতে পারেন পছন্দের প্রিয় শাড়ি।

ফেসবুক লিঙ্ক: কাতান শাড়ি হাউজ: https://www.facebook.com/katanashareehouse/

জামাদানী ভিলি: https://www.facebook.com/JamdaniVille/

Facebook Comments