banner

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং, ,

পোস্টটি 1738 বার পঠিত

 

সম্পাদকীয়

নারী শব্দটির সাথে জড়িয়ে আছে কয়েকটি পরিচয়- কন্যা, জয়া, জননী। প্রতিটি পর্যায়েই নারীর রয়েছে ভিন্ন ভিন্ন রুপ, অবস্থান এবং করণীয়। আমাদের সমাজে নারীর এ বিভিন্ন পর্যায়ে অবগাহন তো হচ্ছেই না বরং তারা নিপীড়িত হচ্ছে সবর্ত্র। আমরা  বিশ্বাস করি, একজন নারী যদি তার অবস্থার পরির্বতন করতে চায় তবে তাকে উদ্ভাসিত হতে হবে আপন আলোয়।

আমরা কারো কাছে অধিকার চাইবো না। আইনের কথাও বলবো না। আমরা প্রথমত এবং শেষ পযর্ন্ত নিজেকে অধিকার অজর্নের যোগ্য করে গড়ে তুলবো। আর এ দায়িত্ব সবার আগে একজন নারীর নিজের। আল্লাহ্ যে আসনে নারীকে সমাসীন করেছেন তার চেযে উচ্চতম আসন আর নেই। তাই সে উচ্চতাকে ছুয়ে যেতে হবে। আর উচ্চতাকে জয় করতে হলে তো সবার আগে নিজেকে বড় হতে হবে। অপরাজিতার যাত্রা পথের প্রারাম্ভিকতায় এটাই হলো আমাদের কথা।

Facebook Comments