banner

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 116 বার পঠিত

স্ত্রীকে হত্যার চেষ্টা স্বামীর

অপরাজিতাবিডি ডটকম, নেত্রকোনা: জেলার পূর্বধলা উপজেলার শ্রীপুর গ্রামের আবদুল আজিজ আকন্দকে স্ত্রীকে হত্যা চেষ্টার দায়ে সোমবার ৩ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দিয়েছে আদালত ।

নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক এবং অতিরিক্ত জেলা দায়রা জজ আবদুল হামিদ এই রায় প্রদান করেন।

জানা গেছে, পূর্বধলার শ্রীপুর গ্রামের আবদুল আজিজ আকন্দ ২০০৫ সালের ১ নভেম্বর যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা এনে দেয়ার জন্য স্ত্রী মিনারাকে চাপ দেয়। স্ত্রী অপারগতা প্রকাশ করায় আবদুল আজিজ তার গলা টিপে এবং পরে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে।

এ ঘটনায় মিনারা ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি স্বামী আবদুল আজিজ আকন্দকে আসামি করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আবদুল হামিদ সোমবার এ রায় দেন।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৭০০ঘন্টা২ফেব্রুয়ারি২০১৪/এ

Facebook Comments