অপরাজিতাবিডি ডটকম, নারায়ণগঞ্জ : মোবাইলে দীর্ঘদিন প্রেম করে অত:পর প্রেমিকাকে হত্যা করেছে প্রেমিক। নারায়ণগজ্ঞের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হয়েছে লাশ।
শহরের একটি আবাসিক হোটেলে অজ্ঞাত পরিচয় এক তরুণীকে (২৩) গলা কেটে জবাই করেছে তারই প্রেমিক। শারীরিক সম্পর্ক স্থাপনের পর সঙ্গে থাকা একটি ধারালো ছুরি দিয়ে তাকে গলা কেটে হত্যা করে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শহরের এক নং রেল গেট এলাকাতে রূপায়ন নামের একটি আবাসিক হোটেলের ৪নং কক্ষে এ ঘটনা ঘটে। পুলিশ ওই প্রেমিক সাইদুর রহমানকে (২৫) হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করেছে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, মঙ্গলবার বিকেলে রূপায়ন হোটেলের ৪নং কক্ষ ভাড়া নেয় সাইদুর রহমান। রাত সাড়ে ৯টায় হঠাৎ করেই সাইদুর রহমান দৌড়ে পালানোর চেষ্টা করলে হোটেলের লোকজন সাইদুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ দেয়। পরে ওই কক্ষ থেকে রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়।
এছাড়া ওই তরুণীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহজালাল আরো জানান, জিজ্ঞাসাবাদে সাইদুর রহমান ওই তরুণীর নাম জানাতে পারেননি। সাইদুর স্বীকার করেছে কয়েক মাস ধরে মোবাইল ফোনে তাদের সম্পর্ক গড়ে উঠে। পরে মঙ্গলবার তরুণী তাকে শহরে আসতে বলে। দুইজন পরে রূপায়ন হোটেল ভাড়া নেয়। রাতে সাইদুরের সঙ্গে তুচ্ছ ঘটনায় ঝগড়া হলে সে জিদ করে হত্যা করে।
অপরাজিতাবিডি ডটকম/আরএ/১১ফেব্রুয়ারি২৩০০ঘন্টা২০১৪