banner

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং, ,

পোস্টটি 260 বার পঠিত

ঘূর্ণিপাক মেঘ

ঘোলা মেঘের জল
এমন কার হৃদয় আছে বল
কার এমন মন খারাপ
মন হাসে,
কে বলেছে ঠিক হয়ে যাক সব
কবে কে দাড়িয়ে শুনতে চায়,
পথের ঐ হাক ডাক….
কিসের টানে সহজ হবে সব
কিসের টানে আসবে ছুটে।
মাঝ দরিয়া ক্লান্ত মাঝি
শোন,
মিথ্যা আশায় বসবে আর না কেউ
স্বপ্নের ঘোর…
ঠিক ঠিক কাটবে একদিন।
কি কারণে হারিয়ে গেলাম,
খোঁজ রাখে কে,
কবে কে কার বল।
সেদিনের বিকেলের ছায়ায়
কোন পাতাদের খোঁজে
কোন বাগিচার মায়ায়
অজস্র পাখি হারিয়ে যায় রোজ।
ধূর…
মেঘ করেছে,
বিষাদ মাখা আকাশ
হতাশারা সব পায়ের নিচে ঘুমায়।
ধর,
কড়া রোদে মেজাজ বড্ড বাজে
কই কেউ ত বুঝে নাই,
কেউ বুঝে নাই কখন রাত্রী জাগে।
অবুঝ পৃথিবী,
ডুব কারে কয় শোন….
কে শোনে কার কথা,
থাক না এসব,
হাজার গল্পে হোক,
এবার জীবন নিখোঁজ।

Facebook Comments