অপরাজিতাবিডি ডটকম, ভোলা : সিঁদ কেটে ঘরে ঢুকে ভোলা সদর উপজেলার বাঘারহাওলা গ্রামের চার সন্তানের জননী কমলা বেগমকে (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরের দিকে ঘরের মধ্যে কমলার নিহত হওয়ার বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটির সুরতহাল রির্পোট শেষে রোববার বিকালে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়
পুলিশ জানায়, বাঘারহাওলা গ্রামের পাশে হাওলাদার বাড়িতে একটি ঘরে কমলা বসবাস করতেন। তার চার ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করে। স্বামী মো. রতন অনেক আগেই কমলাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে সংসার করছে।
সদর থানার ওসি জানান, প্রাথমিকভাবে হত্যার কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। সুরতহাল রিপোর্টে কমলার গলা কাটার সঙ্গে সমস্ত শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
অপরাজিতাবিডিডটকম/আরএ/৯ফেব্রুয়ারী২৩২০ঘন্টা২০১৪