banner

সোমবার, ১৩ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 324 বার পঠিত

কবি হাবীবাহ্ নাসরীন সাহিত্যে প্রণোদনা পুরস্কার পেলেন

কবি হাবীবাহ্ নাসরীন কবি হাবীবাহ্ নাসরীন

এ বছর সাহিত্যে প্রণোদনা পুরস্কার পেলেন কবি হাবীবাহ
নাসরিন। মুলত সেন্টার ফর ন্যাশনাল কালচার ২০১১ সাল থেকে সাহিত্যে “প্রণোদনা পুরস্কার” দেওয়া শুরু করে।সে বছর এ পুরস্কার প্রদান করা হয় নব্বই দশকের অন্যতম কবি সৌমিত্র দেবকে।

কবি হাবীবাহ্ নাসরীনের রচিত কবিতাগ্রন্থ “কবিতা আমার মেয়ে” ও উপন্যাস “তুমি আছো তুমি নেই” এর জন্যে স্বীকৃতি পাচ্ছেন।

আনুষ্ঠানিকভাবে জনপ্রিয় এ লেখিকার কাছে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

‘হাবীবাহ নাসরিন বলেন-‘পাঠকের ভালোবাসা একজন লেখকের বড় অর্জন। আর প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও নিশ্চয়ই তারই অংশ বিশেষ। লেখকরা স্বীকৃতির জন্য লেখেন না, তবু তরুণদের উৎসাহিত করতে এ ধরণের সম্মাননা বিশেষ ভূমিকা রাখতে পারে। আমার জীবনের প্রথম প্রাতিষ্ঠানিক স্বীকৃতি হিসেবে সাহিত্য প্রণোদনা পুরস্কার স্মরণীয় হয়ে থাকবে।

পেশায় সাংবাদিক হাবীবাহ্ নাসরীন লাইফস্টাইল ইনচার্জ হিসেবে কর্মরত আছেন দেশের একটি শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল “জাগোতে”। এছাড়াও অনেক পত্রিকায় কাজ করেছেন।

কবি হাবীবাহ্ নাসরীনকে অপরাজিতা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

Facebook Comments