সাভার প্রতিনিধি, অপরাজিতাবিডি ডটকম: সাভারে খালুর বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। রবিবার ভোর রাতে সাভারের কলমাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নিহত ছাত্রীর খালু এজাবুল হক সরকার (৪২), তার সহযোগী সাভারের কলমা এলাকার রুবেল (২৯), ফরিদুজ্জামান (২৮), ইকবাল (২৬) ও সাইফুল (২৭)।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, নিহত ছাত্রীর মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে অভিযান চালিয়ে প্রথমে ওই ছাত্রীর আপন খালু এজাবুল হককে গ্রেপ্তার করা হয়।
তার সঙ্গে ওই ছাত্রীর দীর্ঘদিনের দৈহিক সম্পর্ক ছিল বলেও জানা গেছে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, রবিবার সকালে গ্রেপ্তারকৃতদের হত্যা মামলার আসামি হিসেবে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
গত ১৪ জানুয়ারি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার নলুয়া গ্রামের আনসার সদস্য আবুল কালামের মেয়ে রুবি আক্তারকে (২১) মোবাইল ফোনে কল করে সাভারের কলমা এলাকায় ডেকে নেয় খালু এজাবুল হক সরকার। পরবর্তী সময়ে তিনি আরও ৪ সহযোগীকে নিয়ে কলেজছাত্রীকে গণধর্ষণের পর মৃতদেহটি গুম করার জন্য সাভারের ডেইরি ফার্মের জঙ্গলে ফেলে রেখে যান। নিখোঁজের ৭ দিন পর ঘটনাস্থল থেকে গলিত লাশটি উদ্ধার করে পুলিশ। পরে একটি হত্যা মামলা দায়ের করা হলে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অপরাজিতাবিডি ডটকম/আরএ/২০১২জানুয়ারি২০১৪