banner

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং, ,

পোস্টটি 1531 বার পঠিত

 

ঘরের দেয়াল রাঙানোর আগে

ইদানীং অন্দরসজ্জায় দেয়ালে ছবি আঁকার বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে উঠছে৷ অনেকে অন্দরসজ্জার এই বিষয় বেশ ব্যয়বহুল মনে করেন৷ আপনার আঁকার হাত ভালো হলে নিজের দেয়ালটা কিন্তু নিজেই সাজাতে পারেন। বার্জার হোম অ্যান্ড ডেকরের রং বিশেষজ্ঞ এফ এম হেলাল উদ্দীন জানালেন কীভাবে দেয়াল রাঙাবেন, তার পদ্ধতি৷

১. সামনে কোনো আসবাব নেই। পুরোটাই ফাঁকা—ছবি আঁকার জন্য এমন দেয়াল বেছে নিন। কারণ, ছবি যে দেয়ালে আঁকবেন, তার সামনে আসবাব থাকলে পেইন্টিংটা ভালোভাবে ফোকাস হবে না৷
২. পুরোনো দেয়ালে ছবি আঁকতে চাইলে তা ভালো করে ঘষে পরিষ্কার করে নিন।
৩. যে রঙে রাঙাতে চান, দেয়ালের ওপর সেই রঙের একটা প্রলেপ বসান।
.৪. দেয়ালের বেসটা গাঢ় করতে চাইলে যে রং লাগাবেন, পরপর তিনবার সেই একই রঙের প্রলেপ দিন।
৫. যদি গাঢ় রঙের দেয়াল হালকা রঙে রাঙাতে চান, তাহলে এক কোট প্লাস্টিক পেইন্ট ব্যবহার করুন।
৬. ঘরের দেয়ালটা ছোট হলে পেইন্টিংয়ে খুব বেশি রঙের ব্যবহার না করাই ভালো৷
৭. এখন অনেকেই দেয়ালচিত্রে নানা ধরনের প্রপসের ব্যবহার করেন৷ খেয়াল রাখবেন, তা যেন পেইন্টিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়৷

Save

Save

Facebook Comments